লামায় দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতির লক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

NewsDetails_01

সামাজিক দ্বন্দ্ব নিরসন ও সামাজিক সম্প্রীতির লক্ষে বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় ধাপের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে এসআইডি-সিএইচটি ও ইউএনডিপি’র সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

বৃহস্পতিবার সকালে লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভেন্যুতে মাদ্রসার সুপার মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ।

NewsDetails_03

গ্রাউসের-কোহিসন প্রকল্পের ফোকাল পার্সন মেহেরুন্নেছার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার কাজী মো. ইলিয়াছ, সহকারী শিক্ষক সাহাব উদ্দিন রিটু, এহসান উল্লাহ, জয়নাল আবেদীন, নুনারঝিরি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

অনুূষ্ঠানে মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। শেষে প্রত্যেক শিক্ষার্থীদের পুরস্কিত করেন গ্রাউস কর্তৃপক্ষ।

সংস্থার ফোকাল পার্সন মেহেরুন্নেছা বলেন, সমাজের সকল দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি বজায় রাখতেই মূলত এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ ধাপে উপজেলার লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার পর গজালিয়া উচ্চ বিদ্যালয় ও সরই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন