লামায় দ্বন্ধ নিরসন ও সম্প্রীতির লক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সামাজিক দ্বন্ধ নিরসন ও সম্প্রীতির লক্ষে বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে এসআইডি-সিএইচটি ও ইউএনডিপি’র সহযোগিতায় স্বাস্থ্য বিধি বজায় রেখে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

NewsDetails_03

এ উপলক্ষে আজ সোমবার দুপুরে লামা সরকারী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। গ্রাউসের-কোহিসন প্রকল্পের ফোকাল পার্সন মেহেরুন্নেছার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, গ্রাউসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোয়ালতে বম, ইউএনডিপি’র উপজেলা ফ্যাসিলিটেটর মো. সেলিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সরকারি মাতামুহুরী কলেজের কম্পিউটার ও আইসিটি বিভাগের শিক্ষক ফরিদুল আলম, ছোট বমু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল্লাহ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে বিদ্যঅলয়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সংস্থার ফোকাল পার্সন মেহেরুন্নেছা বলেন, সমাজের সকল দ্বন্ধ নিরসন ও সম্প্রীতি বজায় রাখতেই মূলত এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উপজেলার তিনটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন