লামায় নিখোঁজের ৭ ঘন্টা পর শিশু পুজার লাশ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে নিখোঁজ পুজা কর্মকারের (৯) লাশ ৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
গত শনিবার দিনগত রাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এর আগে পুজা কর্মকার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পুজা কর্মকার পৌরসভা এলাকার লামামুখ গ্রামের বাসিন্দা বিমল কর্মকারের মেয়ে।
সূত্র জানায়, গত শনিবার দুপুর ১টার দিকে মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় পুজা কর্মকার। খরব পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন সদস্যরা তল্লাশী চালিয়েও ব্যর্থ হন। পরে চট্টগ্রামের ডুবুরীরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে নিখোঁজ শিশুর লাশ একই দিন রাত ৮টার দিকে উদ্ধার করেন।
নদীতে নিখোঁজ পুজার লাশ উদ্ধারের বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত শিশু পুজার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।