লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি

লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে র‌্যালি
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার দুপরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু, ডা. জিয়াউর রহমান, ডা. নযন চন্দ্র দেব নাথ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। এর আগে প্রধান অতিথি থোয়াইনু অং চৌধুরী কর্তৃক পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বিলবোর্ড উদ্ভোধন করা হয়।

আরও পড়ুন