লামায় পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

purabi burmese market

পরীক্ষায় ফেল করায় বান্দরবানের লামা উপজেলায় শুশান্তি ত্রিপুরা (১৮) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ রোববার (৩১ মে) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ওয়াক্রাউ পাড়ায় এ ঘটনা ঘটে। শুশান্তি ত্রিপুরা ওয়াক্রাউ পাড়ার বাসিন্দা পংকি চন্দ্র ত্রিপুরার মেয়ে।

সূত্র জানায়,উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শুশান্তি ত্রিপুরা। রোববার ঘোষিত ফলাফলে শুশান্তি ফেল করেন। পরে অভিমানে বিষপান করলে স্বজনেরা শুশান্তিকে উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রীষ্টান মোমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, শুশান্তি ত্রিপুরা এর আগের শিক্ষা বর্ষেও এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ফেল করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।