লামায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার দুই ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লামার রুপসীপাড়া ও আজিজনগর ইউনিয়নে শনিবার এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটির নাম, মো. সাদেক (৮) ও মো. রাফির (৮)। সাদেক রুপসীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাফেজ পাড়ার মো. শাহ আলমের ছেলে। রাফির ৩ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের মেজ ছেলে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে হাফেজ পাড়ার মাতামুহুরি নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যায় মো. সাদেক।

আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, মো. রাফির পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ায় নানার বাড়িতে বেড়া যায়। পরে সেখানে একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লামা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন