লামায় পার্বত্য জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় লামা পৌরসভার সার্বিক সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবিলায় নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে বান্দরবানের লামা পৌরসভার ২নং ওয়ার্ডের নয়া পাড়ায় ১শত ৭০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল,ডাল,লবনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসময় বিভিন্ন বাড়ীতে বাড়ীতে গিয়ে অসহায় ও নিম্ম আয়ের মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃজহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশসহ প্রমুখ।