বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে বেসরকারী সংস্থা ইউএনডিপি, ব্র্যাক, হেলেন কেলার ও এনজেড একতা মহিলা সমিতির কর্মকর্তা কর্মচারীগন অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই’র সভাপতিত্বে আলোচনা সভায় ডা. আবু সুফিয়ান, নয়ন চন্দ্র দেবনাথ, মাকছুদা খানম, শ্রাবণী নাথ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম অতিথি ছিলেন। মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রুপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজেড একতা মহিলা সমিতির ম্যানেজার আবুল কালাম, ব্র্যাক ম্যানেজার জসিমউদ্দিন ও হেলেন কেলারের শহিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তাগন ম্যালেরিয়া প্রবন এলাকা হিসেবে চিহ্নিত লামাকে ঝুঁকিমুক্ত রাখতে ম্যালেরিয়া কী, লক্ষণ সমূহ ও মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে করনীয় সম্পর্কে জন সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।