লামায় পাহাড়ি ঝিরির পানিতে ডুবে প্রতিবন্ধী যুবতীর মৃত্যু

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ি ঝিরির পানিতে ডুবে শিউলী ত্রিপুরা (১৭) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠালছড়া ঝিরিতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মৃত শিউলী ত্রিপুরা কাঠালছড়া পাড়ার বাসিন্দা চন্দ্র মনি ত্রিপুরার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, কাঁঠাল ছড়াপাড়ার শারিরীক প্রতিবন্ধী শিউলী ত্রিপুরা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পাড়া সংলগ্ন ঝিরিতে একা গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পাড়ার লোকজন ঝিরি থেকে শিউলী ত্রিপুরার লাশ উদ্ধার করেন।

ঝিরির পানিতে ডুবে শিউলী ত্রিপুরার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।