লামায় পাহাড় কাটার হিড়িক !

NewsDetails_01

pic 30.08.16বান্দরবানের লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লামা মাতামুহুরী কলেজের দক্ষিণ পাশে পরিবেশ আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,লামার ৮নং ওয়ার্ডের আব্দুল বারেক পৈত্রিক সূত্রে উক্ত জায়গার মালিক। তার ৩য় শ্রেণীর পাহাড়ি জায়গা ১ম শ্রেণীর করার উদ্দেশ্যে ইতিমধ্যে বিশাল ১টি পাহাড়ের অধিকাংশ কেটে সাবাড় করে ফেলেছে। অবাধে পাহাড় কাটার কারণে পার্শ্ববর্তী পুকুরটি মাটিতে ভরাট হয়ে যায়। এতে করে চরম পানি সংকটে পড়েছে এলাকাবাসি। অপরদিকে আইন অমান্য করে পাহাড় কাটার কারণে যে কোন সময় পাহাড় ধস হয়ে প্রাণহানীর আশংকা রয়েছে স্থানীয়রা।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, বিষয়টা আমি জানিনা এবং কেউ কোন অভিযোগ করেনি, তারপরেও আমি ঘটনাস্থলে যাব এবং সত্যতা পেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন