আজ বুধবার দুপুরে দাদা মাইনউদ্দিনের কোলে চড়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা গ্রহণ করে শিশু আঁখি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিশু আঁখির হাতে শুকনো খাবার ও নতুন জামা কাপড় তুলে দেন। এ সময় সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উল আলম, দাদা মাঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুত্র, পুত্রবধু ও নাতনি হারিয়ে নির্বাক মাইনউদ্দিন জানান, বাবা মো. হানিফ (৩০), মা রাজিয়া বেগম (২৫) ও ছোট বোন হালিমা বেগম (৩) কে নিয়ে হাঁসিখুশিতে মেতে থাকতেন ৫ বছরের শিশু আঁখিমনি। গত মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধসে আঁখিমনি’র পরিবারের ৩ জনই নিহত হয়। এখন আমিই আঁখিমনি’র একমাত্র ভরসা। আঁখিমনির ভবিষ্যৎ আল্লাহ জানেন। আমি যতদিন বেঁচে আছি, তাকে চেষ্টা করবো পরম মমতায় লালন পালন করতে।
লামা উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও শিশু আঁখি মনিকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।