লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রিয়াজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) সকালে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।

NewsDetails_03

সূত্র জানায়, শিশু রিয়াজসহ তার মা বাবা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছাকাছি ডলুঝিরিস্থ খামার বাড়িতে কাজ করতে যান। এক পর্যায়ে খেলারচ্ছলে খামার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই ব্যাপারে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি পাড়ায় শিশু মারা গেছে, ঘটনাটি খুবই দু:খ জনক।

আরও পড়ুন