লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরজু মনি নামের এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩১ মে) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আরজু মনি নয়াপাড়ার বাসিন্দা ছমির উদ্দিনের মেয়ে।

NewsDetails_03

সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে আরজু মনি বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সে খেলারচ্ছলে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু আরজু মনির লাশ উদ্ধার করেন স্বজনেরা।

এই ব্যাপারে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আ প্রু চিং মার্মা বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দু:খ জনক।

আরও পড়ুন