লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় খেলারছলে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেউলারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস মেউলারচর গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে।

সূত্র জানায়, শিশু জান্নাতুল ফেরদৌস রবিবার সকাল ১০টার দিকে খেলারচ্ছলে বাড়ীর পাশের জনৈক তাজুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

NewsDetails_03

উল্লেখ্য, এর আগেরদিন দুুপুরে মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে পুজা কর্মকার নামের এক শিশু গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে ৭ঘন্টা পর ঘটনাস্থল থেকে পুজা কর্মকারের মৃতদেহ উদ্ধার করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি খুব দু:খ জনক।

আরও পড়ুন