লামায় পূজা মন্ডপ পরিদর্শনে বীর বাহাদুর

NewsDetails_01


লামায় পূজা মন্ডপে বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
ধর্ম যার যার, উৎসব সবার। যার যার আনন্দ-উৎসব, সে সে ভোগ করবেন এবং অন্যকেও সে আনন্দের ভাগ দিবেন। বুধবার রাত ১০টার দিকে বান্দরবানের লামা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পূজা মন্ডপে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উৎসব পালন করতে গিয়ে যেন, অন্য কেউ ক্ষতির সম্মুখিন না হয়, সে দিকেও লক্ষ্য রাখতে হবে।
লামা উপজেলা কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বান্দরবান জেলা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু, সহকারি কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভা শেষে প্রধান অতিথি বীর বাহাদুর এমপি হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ উদ্ভোধন করেন।

আরও পড়ুন