লামায় পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

NewsDetails_01

লামা পৌর শহর যুবলীগের সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বান্দরবান জেলার লামা পৌর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গেস্ট হাউস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্টিত হয়।
এ উপলক্ষ্যে যুবলীগ নেতা সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, ছাচিংপ্রæ মার্মা, মিন্টু কুমার সেন, বান্দরবান জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারন সম্পাদক তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
সম্মেলনের উদ্বোধন করেন, লামা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ মিয়া। উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রধান বক্তা ছিলেন। সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে সাইদুর রহমান সাইদ, সাধারন সম্পাদক পদে রাজিব রক্ষিত, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইব্রাহিম নির্বাচিত হয়। সম্মেলনে দুই শতাধিক নেতা কর্মী অংশগ্রহন করেন।

আরও পড়ুন