পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ মিছিল করতে পারেনি বান্দরবানের লামা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ প্রতিবাদ মিছিলটি বের করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনের নেতৃত্বে মিছিলটি লামা বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠার সময় পুলিশ বাঁধা প্রধান করে। পরে সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করে পূণরায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিলে অন্যদের মধ্যে উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মো. নুরুল আলম, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র নাথ, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, মাতামুহুরী কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলম প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় পৌর বিএনপির উদ্যোগেও এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এতেও পুলিশ বাধা প্রদান করলে মিছিল করতে পারেনি দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে রবিবার সকালে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মাহবুবের রহমান শামীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সাথে ছিলেন।