সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এতে গত কয়েক বছরে কয়েক‘শ মানুষ পঙ্গুত্ব বরণসহ নিহত হয়েছে। সর্বশেষ ঈদের দিন সকালে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে একটি জীপগাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে ৪জন নিহত ও ৪৬জন আহত হয়। অবশেষে ফিটনেস বিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কোনো মন্তব্য নেই
Thanks
Hossain Yuvraj Jubair