বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গত রাতে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত ও ১ জন জন আহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মোহাম্মদ এনাম (৫০) ও মৃত নবী হোসেন এর ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম (২২)।
লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দুই কৃষকের চারটি গরু মারা গেছে এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসু কুমার দে বলেন, রাতে প্রচুর বজ্রপাতের পর সকালে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।
এছাড়া বজ্রপাতে আরেকজনের আহত হলে তাদের আশেপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনার পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।