লামায় বন্য হাতির আক্রমনে বৃদ্ধা নিহত, আহত ২

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে খোদেজা বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আজিজ নগর ইউনিয়নের সোহরান পাড়ায় এ ঘটনা ঘটে। খোদেজা বিবি সোহরাব পাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে বয়াতী (৬৫) ও আমির আলী (৭৩) নামের ২ বৃদ্ধাও। লামার বিভাগীয় বন কর্মকর্তা মো: আরিফুল হক বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গহীন পাহাড় থেকে শুক্রবার সকাল ৮টার দিকে দলছুট একটি হাতি সোহরাব পাড়ায় এসে তান্ডব শুরু করে। হাতির তান্ডব থেকে রক্ষা করতে নিরাপদে সরে যাওয়ার সময় হাতির কবলে পড়লে ঘটনাস্থলে ঘটনাস্থলে খোদেজা বিবি মারা যান ও আহত হন আরও দুই বৃদ্ধ।

আজিজ নগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মিয়া জানান, বর্তমানে হাতিটি পাশের পাহাড়ে অবস্থান করার কারনে ফের আক্রমন করতে পারে এই আশংখায় স্থানীয়রা আতংকে আছেন।

এ বিষয়ে আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এনামুল হক ভুইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার সদর, লামা, নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতির আবাসস্থলে জনবসতি গড়ে উঠার কারনে এবং পাহাড়ে হাতির খাদ্য কমে যাওয়ার কারনে হাতির দল লোকালয়ে এসে হামলা চালায়, এর এতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন