লামায় বাস টার্মিনালসহ ৯টি উন্নয়ন কাজের উদ্ভোধন করবেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের লামা উপজেলায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্পতিবার তিনি বাস টার্মিনালের ভিত্তিপ্রস্থর ও প্রতিবন্ধি স্কুলসহ ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল পাহাড়বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এদিন লামা বাস টার্মিনালের ভিত্তিপ্রস্থরের পালিটোল ভবন ও বীর মুক্তিযোদ্ধা কার্যালয়ের দ্বিতল ভবনের উদ্ভোধন করে লামামুখ উচ্চ বিদ্যালয়ের ভবন ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুতোষ পাঠাগার উদ্বোধন করবেন মন্ত্রী। এরপর চাম্পাতলীস্থ প্রতিবন্ধি স্কুল ও কেয়াংঘর উদ্বোধন শেষে গজালিয়া জীপ স্টেশনে লাইনম্যান কার্যালয়ের দ্বিতল ভবন উদ্ভোধন করে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আরও পড়ুন