বান্দরবানের লামা উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করেন, বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং।
এ উপলক্ষ্যে লামা পৌর বিএনপি’র সভাপতি আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বান্দরবান পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হারুন অর রশিদ ও সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক চনু মং মার্মা, জেলা ছাত্রদলের সভাপতি সাকিবুর রহমান জুয়েল, সহ-সভাপতি ইয়াছিনুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবুল, বান্দরবান সরকারী কলেজ ছাত্রদল সভাপতি মোর্শেদ আলম।
এতে লামা পৌর বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বান্দরবান জেলা শ্রমিক দলের সহ সভাপতি মো. হানিফ ভান্ডারী, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ও আরিফ চৌধুরী, উপজেলা শ্রমিক দল সভাপতি সোহরাব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহীন, পৌর তাঁতী দলের সভাপতি মো. হারুন, পৌর যুবদলের সভাপতি সুলতান আকবর মোমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় তৃণমূল পর্যায়ের অর্ধ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাম্যচিং বলেন, বিএনপিকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। দলকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ইতোমধ্যে সাড়া জেগেছে। এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা যেকোনো সময়ের চেয়ে বেশি উজ্জীবিত হয়েছে। তাই আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণকে পাশে থাকার আহব্বান জানান তিনি। এর আগে লামা পৌর বিএনপি’র একাংশ ও উপজেলা যুবদল কর্তৃক একই স্থানে (প্রেসক্লাব সড়ক) সমাবেশের আয়োজন করলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।