বান্দরবানের লামা উপজেলায় জাতীয়তাবাদী দলের ৩৯তম (বিএনপি) প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সহ-সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. আমির হোসেন। এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী বিশেষ বক্তা ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, পৌর মহিলা দলের সভাপতি শারাবান তহুরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ন-সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি মনিরুল ইসলাম তুহিন প্রমুখ। শেষে প্রধান অতিথি মো. আমির হোসেন ও প্রধান বক্তা থোয়াইনু অং চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের মুখে কেক তুলে দেন।