লামায় বিদ্যুৎ’র সাব স্টেশন উদ্বোধন করবেন মন্ত্রী বীর বাহাদুর

purabi burmese market

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের লামা উপজেলায় তিন বিদ্যুৎ সাব স্টেশন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। আগামী শুক্রবার পৌরসভার মধুঝিরিস্থ বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করবেন বলে জানা গেছে । এছাড়াও একই দিনে মন্ত্রী উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি একটি খামার কার্যালয়ের নব নির্মিত ভবন ও রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ার বৌদ্ধ বিহার ভবন উদ্বোধন করার কথা রয়েছে । লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু জানান, তিন প্রকল্পের কাজ উদ্বোধন শেষে উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি যোগ দিবেন ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।