লামায় বিশ্ব পরিবেশ দিবসে নারিকেল চারা পেল অর্ধশত পরিবার

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় বিনামূল্যে অর্ধশত পরিবারের মাঝে নারিকেল চারা বিতরণ করেছে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প।

NewsDetails_03

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গত শনিবার বিকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব চারা বিতরণ করা হয়। এর আগে ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, উপজেলায় অবাধে পাহাড় কাটা, গাছ কাটা, নদী দূষণ, পাথর উত্তোলন, তামাক চাষসহ বিভিন্নভাবে পরিবেশের বারোটা বাজানো হচ্ছে। তাই এসব রোধ করে সংকটাপন্ন পরিবেশকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শেষে উপজেলার ৫০ পরিবারের হাতে নারিকেল চারা তুলে দেন উপস্থিত অতিথিরা।

দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক থুইচাং, মিল্টন বিশ্বাস, প্রিয়াংকা ত্রিপুরা, টিংকু চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন