স্বামীর নির্যাতন সইতে না পেরে বান্দরবান জেলার লামা উপজেলায় হনুফা বেগম (২৪) নামের এক গৃহবধূ বিষপান পরে আত্মহত্যা করেছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঘিলাতলীপাড়ায় এ ঘটনা ঘটে। হনুফা বেগম ঘিলাতলী পাড়ার বাসিন্দা শুয়া মিয়ার মেয়ে ও রফিক উদ্দিনের ছেলে মো. ফোরকানের স্ত্রী।
সূত্র জানায়,পারিবারিক বিষয় নিয়ে গত বৃহস্পতিবার দুপুরের দিকে হনুফা বেগমকে মারধর করেন স্বামী ফোরকান। এর জের ধরে হনুফা বিষপান করলে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান হনুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এক পর্যায়ে শনিবার দুপুরে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান গৃহবধূ হনুফা বেগম।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) সিবেন বিশ্বাস বলেন, প্রাথমিক সুরতহাল শেষে গৃহবধূর লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।