লামায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

NewsDetails_01

স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে মরিয়ম আক্তার (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার রাতে পৌরসভা এলাকার হরিনঝিরি গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম আক্তার হরিনঝিরি গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের স্ত্রী।

NewsDetails_03

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে মরিয়ম আক্তারের সাথে নুরুজ্জামানের ঝগড়া হয়। কিছুক্ষন পর এর জের ধরে মরিয়ম আক্তার বিষপান করে। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এক পর্যায়ে কক্সবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান গৃহবধূ মরিয়ম বেগম।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন