প্রচারণায় মেহ্লা প্রু ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার স্বামী বান্দরবানবাসীর ভালোবাসায় পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। দীর্ঘ ২৭ বছরের বেশি সময় এলাকার মানুষের পাশে ছিলেন তিনি। এলাকার জন্য রাত-দিন পরিশ্রম করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ভৌত অবকাঠামোসহ সকল সেক্টরে পাঁচ হাজার কোটি টাকারও বেশি ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। বর্তমানেও কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। এলাকার উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বীর বাহাদুর উসৈশিংকে ৬ষ্ঠ বারের মত নৌকা মার্কায় ভোট প্রদান করে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান মেহ্লা প্রু।