লামায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইলআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসনে ষষ্ঠবারের মত বীর বাহাদুর উশৈসিং তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে বান্দরবানের লামা উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার নয় ওয়ার্ডে কর্মী সমাবেশ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে উপজেলার সাংগঠনিক ইউনিয়ন ইয়াংছা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ: নান্দা মালা ভিক্ষু, জেলা আওয়ামী লীগের সদস্য সুব্রত প্রিয় বড়ুয়া, কেলু মং মার্মা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।