বান্দরবানের লামা উপজেলায় একটি বেপরোয়া টমটম গাড়ি চাপায় মো. আরাফাত (৯) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডান হাতির ছড়ায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত ডানহাতির ছড়া গ্রামের বাসিন্দা মো. মিনুর ছেলে এবং গুলিস্থান বাজার এলাকার আশ্রাফিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আরাফাত মাদ্রাসা থেকে বৃহস্পতিবার দুপুরের বাড়িতে যাচ্ছিল। এ সময় ডান হাতির ছড়া উঠনি নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি টমটম গাড়ি তাকে চাপা দেয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর টমটম চালক মো. শোয়াইব পালিয়ে যায়।
টমটম চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ হোসেন বলেন, নিহত আরাফাতের লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।