লামায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের লামা থানার নির্মাণাধীন ৫তলা ভবন থেকে পড়ে মো. দুলাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। মো. দুলাল (৪৮) পৌরসভা এলাকার মুধুঝিরি গ্রামের বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শ্রমিক মো. দুলাল শুক্রবার বিকাল ৩টার দিকে লামা থানার নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ করতে ৫ম তলায় ওঠেন। এ সময় অসাবধানতা বশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন