বান্দরবানের লামা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে একযোগে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়, চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। হালনাগাদ কার্যক্রম ১০জন সুপারভাইজারের তত্তাবধানে ৪৮জন তথ্য সংগ্রহকারী মাঠে কাজ করছেন। ভোটার তালিকা হালনাগাদ শুরুর সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারী বা তার পূর্বের হালনাগাদ কার্যক্রম হতে বাদ পড়েছেন শুধু তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া মৃত ভোটারের নাম কর্তন করা হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। স্বচ্ছতার সাথে নির্ভুলভাবে যাতে কার্যক্রম সম্পন্ন করা যায় সেজন্য সকলকে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিক অর্ন্তভুক্তি রোধে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা।