লামায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

NewsDetails_01

মহান বিজয় দিবস উপলক্ষে লামায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার একাংশ
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় রচনা, চিত্রাংকন ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে রয়েছে- প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত জাতীয় স্মৃতি সৌধ ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর ছবি আঁকা। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনী, ষষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিজয় দিবসের তাৎপর্য, নবম থেকে দাদশ শ্রেণী পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা এবং নতুন প্রজন্মের ভাবনা বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম প্রতিযোগিতার কক্ষ পরিদর্শন করেন। প্রতিটি ইভেন্টের বিচারক মন্ডলী ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক, খাদ্য পরিদর্শক, সহকারী শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা। এ প্রতিযোগিতার সার্বিক পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া। এর আগে ৭জন প্রতিযোগির অংশ গ্রহণের মধ্য দিয়ে শীলেরতুয়া থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রবিবার মহান বিজয় দিবসের দিন পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন