কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিয়াকত হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতার জন্য কলেজের ছাত্র-ছাত্রীগণকে “সোনার তরী” ও “অগ্নি বীণা” এ দু’দলে বিভক্ত করা হয়। কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।