লামায় মাধ্যমিক শিক্ষা স্থায়ী কমিটির সভা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষে মাধ্যমিক স্তরের মাদ্রাসা ও স্কুলের স্থায়ী কমিটির সভা গজালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল আবু তৈয়ব, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা মোহাম্মদ ইমতিয়াজ, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মো. মহি উদ্দিন, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, হলিচাইল্ড পাবলিক স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. তানফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
সভায় সরকারী নীতিমালা অনুযায়ী কোচিং পড়ানো, বিদ্যালয়ের মাল্ডিমিডিয়া ক্লাশ রুম, বিদ্যালয়গুলোতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা স্টোর স্থাপন, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন