লামায় মায়ের সাথে অভিমানে বিষপানঃ মেয়ের মৃত্যু

attohottaবান্দরবানের লামা উপজেলায় মায়ের সাথে অভিমান করে বিষপানে হাসিনা আক্তার(২১) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে লামা হাসপাতালে তার মৃত্যু হয়। আজ সোমবার ভোরে তার লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে নেয়া হয়।
স্বামী পরিত্যাক্ত হাসিনা আক্তার বাবা আবুল হাসেম ও মা পেয়ারা বেগমের সাথে রুপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট কলাঝিরি এলাকায় বসবাস করত। তাদের পূর্বের বাড়ি লামা পৌরসভার ৮নং ওয়ার্ড ফকির পাড়া এলাকায়।
নিহতের মা পেয়ারা বেগম জানান, দুইবছর আগে হাসিনার স্বামী রাশেদ তাকে ছেড়ে চলে যায়। হাসিনার তিন বছরের একটি মেয়ে আছে। মেয়েটিকে মারধর করায় আমি হাসিনাকে বকাঝকা করলে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে অভিমান করে সে বিষপান করে। দ্রুত আমরা তাকে লামা হাসপাতালে নিয়ে আসি, রোববার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
লামা হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার রায়হান জান্নাত বিলকিছ সুলতানা জানান, একদিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়।

আরও পড়ুন