ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বান্দরবানের লামা তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি প্রধান অতিথি ছিলন। এত বিশেষ অতিথি ছিলেন- সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া প্রমুখ। এতে বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।