লামায় মুজিবনগর দিবসে তথ্য অফিসের প্রতিযোগিতা

NewsDetails_01

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বান্দরবানের লামা তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি প্রধান অতিথি ছিলন। এত বিশেষ অতিথি ছিলেন- সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া প্রমুখ। এতে বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন