লামায় মুজিব বর্ষ উপলক্ষে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি পোপা হেডম্যান পাড়ায় আজ শনিবার (১৪ মার্চ) ঠাকুরঝিরি পাড়া কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

বর্তমান সরকারের অঙ্গীকার দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা লক্ষ্যে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নে নব নির্মিত ক্লিনিক ভবনের উদ্বোধন করেন, বান্দরবান সিভিল সার্জন অং শৈ প্রু মার্মা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।