বান্দরবানের লামায় মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ।
আটকরা হলেন, লামা পৌরসভা এলাকার রাজবাড়ী গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. এহেছান (১৮) ও মো. বশিরের ছেলে মো.রাকিব ।
আজ রবিবার (২২মার্চ) ভোর রাতে উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়া থেকে তাদের আটক করা হয় । মুসলিম পাড়ার বাসিন্দা নুরছমদের মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. এহেছান ও মো. রাকিবকে হাতে নাতে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
এ সময় মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দা মো. ফরিদের ছেলে মো. সাকিব মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তাকে আটক করতে পারেনি পুলিশ ।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে চুরি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।