লামায় মৎস্য সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ

NewsDetails_01

লামায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি
বান্দরবানের লামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ বিশেষ অতিথি ছিলেন। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১৯ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

আরও পড়ুন