পত্র সূত্র মতে, আগামী বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা পরিষদ চত্বরে জেলা পর্যায়ের মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এরপর তিনি ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকান্ডে ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত ঢেউটিন, নগদ টাকা ও সোলার প্যানেল বিতরণ শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাদের জন্য বরাদ্দকৃত মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করবেন। শেষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায় বৃদ্ধদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
1 মন্তব্য
সফল হোক।