স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা বাজার থেকে শনিবার বেলা ১১টার দিকে যাত্রী বোঝাই করে একটি ম্যাজিক গাড়ি সাপেরগারা বাজারে যাচ্ছিল। গাড়িটি সড়কের সাপেরগারা বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক হেলফারসহ ৬ যাত্রী আহত গুরুতর হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের ডুলহাজারা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ম্যাজিক গাড়ি দুর্ঘটনায় ৬ যাত্রী আহত হওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
2 মন্তব্য
Hossain Yuvraj Jubair
Hossain Yuvraj Jubair