লামায় যেকোন সময় ধসে পড়তে পারে বড়পাড়া সংলগ্ন গার্ডার ব্রিজ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পানির স্রোতের টানে ব্রিজের পূর্বপাশের বেইজের নিচের মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্রিজ ধসে বড়ধরণের দূর্ঘটনার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির মুখে পড়তে পারেন। ব্রিজটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের বৃষ্টিতে খালের পানির তীব্র স্রোতে বেইজের নিচের মাটি সরে গেছে। শুধু তাই নয়, গভীর গর্তের সৃষ্টিও হয় বেইজের নিচে। আবারো টানা বৃষ্টি হলে ব্রিজটি ধসে পড়তে পারে।

এ সময় বড়পাড়ার বাসিন্দা আচিংমং মার্মা, নাছির আহমদ বাদশা ও আবুল হাসেম বলেন, একটানা বৃষ্টির সময় পানির স্রোতের টানে ব্রিজের পূর্বপাশের পিলারের নিচ থেকে মাটি সরে গর্ত হয়ে যায়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এ ব্রিজের উপর দিয়েই বেশ কয়েকটি পাড়ার মানুষ চলাচল করতে হয়। আবারো বর্ষণ শুরু হলে ধসে পড়তে পারে ব্রিজের পূর্বপাশ।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের যোগাযোগ সুবিধার কথা চিন্তা করে ২০১৩ সালে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের উপর গার্ডার ব্রিজটি নির্মাণ করে পার্বত্য জেলা পরিষদ। এ ব্রিজ ওপর দিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্টিসহ বেশ কয়েকটি পাড়ার মানুষ চলাফেরা করেন আসছেন। সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে ইয়াংছা খালের বড়পাড়া এলাকায় ভাঙ্গন দেখা দেয় এবং পানির স্রোতের টানে পিলারের বেইজের নিচ থেকে মাটি সরে যায়।

ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে গর্ত সৃষ্টির সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, বর্তমান ব্রিজটির পূর্বপাশ হুমকি মুখে আছে। ব্রিজটি রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে চলতি মৌসুমেই ধসে পড়তে পারে। এতে এলাকার জনসাধারণের দুর্ভোগের অন্ত থাকবেনা। তাই এখনিই ব্রিজটি রক্ষা অতিব জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান বলেন, সরজমিন পরিদর্শন করে বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর ব্রিজটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।