লামায় শ্রেষ্ঠ জয়িতা শাহনাজ ও জাহানারা

লামায় শ্রেষ্ঠ জয়িতাদের ক্রেষ্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ
এবার বান্দরবানের লামা উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা পেলেন শাহনাজ পারভীন ও জাহানারা বেগম। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিনতে সানজিদা সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বিশেষ অতিথি ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ সফল জননী শাহনাজ পারভীন ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন গঠনের জন্য জাহানারা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা ক্রেষ্ট তুলে দেন। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা তোমারই বাংলাদেশের আলোক বর্তিকা’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যািল বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন