বান্দরবানের লামা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে সাহাব উদ্দিন রিটু শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে প্রথম নির্বাচিত হন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ’১৯ উপলক্ষে গত বৃহস্পতিবার স্থানীয় টাউন হলে আয়োজিত সপ্তাহ ব্যাপী কর্মসূচী শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুঁঞা, মৎস্য কর্মকর্তা জয় বনিক, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষক সাহাব উদ্দিন রিটু উপজেলার লাইনঝিরি মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার সহকারী (গণিত) শিক্ষক।
লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুঁঞা বলেন, এবার বান্দরবান জেলা পর্যায়ে প্রতিদ্বদ্বিতা করবেন শিক্ষক সাহাব উদ্দিন রিটু।