সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপারের তত্বাবধানে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রবিবার রাত ৩টার দিকে আজিজনগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেন। পুলিশের উপ-সহকারী পরিদর্শক মমতাজ আলী, মো. হাবিবুর রহমান, মো. মনোয়ার হোসেন, সুজন ভৌমিক অভিযানে অংশ নেয়। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।