লামায় ‘সুবিধা-অসুবিধা ও আগামীর করণীয়’ বিষয়ে হেডম্যান-কারবারীদের মতবিনিময়

purabi burmese market

‘সুবিধা-অসুবিধা ও আগামীর করণীয়’ বিষয়ে বান্দরবানে লামা উপজেলার হেডম্যান-কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১মার্চ) দুপুরে স্থানীয় টাউন হল মিলনায়তনে উপজেলার গজালিয়া মৌজা হেডম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

‘হেডম্যান কার্বারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণের এক থাকি’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে লামা উপজেলা হেডম্যান কার্বারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমান সেন, মো. জাকের হোসেন মজুমদার বিশেষ অতিথি ছিলেন।

ছাগল খাইয়া মৌজা হেডম্যান মংক্যচিং মার্মার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, বান্দরবান জেলা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াইহ্রী হেডম্যান। সভায় হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিহ্লা হেডম্যান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপজেলার মৌজা হেডম্যান ও পাড়া কারবারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,বান্দরবানের ১১টি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা তাদের নিজ নিজ সামাজিক রীতিনীতি ও প্রথাগত সামাজিক আইঅনুসারে পরিচালিত হয়ে আসছে। যেটি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহ্য এবং কিংবদন্তী। মৌজা হেডম্যান ও পাড়া কারবারী প্রতিষ্ঠানে পদাধিকারী হিসেবে হেডম্যান কারবারীগণ পার্বত্য জেলায় সামাজিক শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা পরিচালনাসহ সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি-নীতি সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।