লামায় স্বামীর পর সাকেরা বেগমও বন্যহাতির আক্রমণে নিহত হলেন

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে বার বছর আগে স্বামী নিহত হওয়ার পর স্ত্রী সাকেরা বেগম পাখিও হাতির আক্রমনে নিহত হলেন। শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগায় এ ঘটনা ঘটে। প্রকৃতির ডাকে বিধবা সাকেরা বেগম (৪৫) শনিবার রাতে ঘর থেকে উঠানে বের হলে বন্যহাতির কবলে পড়েন। এ সময় বন্যহাতির পদপিষ্টে ঘটনাস্থলে মারা যান তিনি।
এদিকে আজ সকালে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল থেকে সাকেরার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
বন্যহাতির আক্রমণে সাকেরা বেগম পাখির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, গত বার বছর আগে সাকেরা বেগমের স্বামী আশু আলীও বন্যহাতির আক্রমণে নিহত হন।

আরও পড়ুন