সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করলে, তারা ওই খুঁটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও মঙ্গলবার পর্যন্ত সরিয়ে নেয়নি বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন। ফলে জন দুর্ভোগের পাশাপাশি যে কোন সময় সড়কে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিনেও খুঁটি সরিয়ে না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তা এজিএম হামিদুল হাসান জানান, বিদ্যুতের খুঁটি যেহেতু বসানো হয়ে গেছে এখন সরানোর সুযোগ নেই। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর আবেদন করলে প্রতিকার পেতে পারে। দ্রুত বিদ্যুৎ খুঁটিটি সরিয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ইউনিয়নবাসী।