লামায় সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি !

সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীর চলাচলের একমাত্র সড়ক হায়দারনাসী-অংশারঝিরি-মালুম্যা ভায়া ইউনিয়ন পরিষদ সড়ক। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের প্রচেষ্ঠায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কয়েক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে। পাশের চকরিয়া উপজেলার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সড়কের ঠিক মাঝখানে একটি খুঁটি বসায়। এ খুঁটির কারণে সড়ক দিয়ে যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করলে, তারা ওই খুঁটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও মঙ্গলবার পর্যন্ত সরিয়ে নেয়নি বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন। ফলে জন দুর্ভোগের পাশাপাশি যে কোন সময় সড়কে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিনেও খুঁটি সরিয়ে না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তা এজিএম হামিদুল হাসান জানান, বিদ্যুতের খুঁটি যেহেতু বসানো হয়ে গেছে এখন সরানোর সুযোগ নেই। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর আবেদন করলে প্রতিকার পেতে পারে। দ্রুত বিদ্যুৎ খুঁটিটি সরিয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ইউনিয়নবাসী।

আরও পড়ুন