শেষে ইফতারোত্তর এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, কাউন্সিলর মোহাম্মদ রফিক, আবু সালাম, জাকির হোসেন, জোসনা বেগম, সাকেরা বেগম, কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, ক্লিনিকের ম্যানেজার মো. আজিজ মিয়া, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. নুরুল করিম আরমান, এসকে খগেশ প্রতি চন্দ্র খোকন, ক্লিনিক পরিচালনা কমিটির সাধারণ সস্পাদক মো. ইউছুফ আলী, কোষাধ্যক্ষ বজলু রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মাহফিলের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মো. শহীদুল্লাহ।